শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিশ্বের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যে জামদানি

বিশ্বের অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যে জামদানি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশের ঐতিহ্যবাহী জামদানি ইউনেস্কোর আওতাধীন বিশ্ব মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় স্থান পেয়েছে।

গত ৪ ডিসেম্বর আজারবাইজানের রাজধানী বাকু শহরে অনুষ্ঠিত ইউনেস্কোর অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্য বিষয়ক আন্তর্জাতিক কমিটির ৮ম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

কমিটি বিভিন্ন দেশে থেকে পাওয়া ৩১টি প্রস্তাব যাচাই-বাছাই করে ২৩টি প্রস্তাব গ্রহণ করে এবং ৮টি নাকচ করে। কমিটি বাংলাদেশের ‘ঐতিহ্যবাহী জামদানি বুনন শিল্প’ শীর্ষক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে অনুমোদন করে।

স্মরণাতীতকাল থেকে চলে আসা অলিখিত রীতি-ঐতিহ্য, নাচ-গান-বাদ্যযন্ত্রসহ বিভিন্ন ধরনের ললিত কলা, সামাজিক রেওয়াজ, আচার-অনুষ্ঠান ও উত্সব, প্রকৃতি সম্পর্কিত লোকজ জ্ঞান, ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত সামগ্রী প্রস্তুতির জ্ঞান ও দক্ষতা ইত্যাদি বিষয় অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের অর্ন্তভুক্ত।

এর আগে ২০০৮ সালে বাংলাদেশের বাউল সঙ্গীত মানবতার অপরিমেয় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় স্থান পায়।

ইউনেস্কোতে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শহিদুল ইসলাম, বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান, জামদানি বিশেষজ্ঞ ফিরোজ মাহমুদ এবং বাংলা একাডেমীর পরিচালক শাহিদা খাতুন এ আন্তর্জাতিক সমাবেশে অংশ নেন।