শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > বিশ্বব্যাংক ও উন্নয়ন সহযোগী দাতা সংস্থার প্রতিনিধি দলের কাপাসিয়া সফর

বিশ্বব্যাংক ও উন্নয়ন সহযোগী দাতা সংস্থার প্রতিনিধি দলের কাপাসিয়া সফর

শেয়ার করুন

কাপাসিয়া ব্যুরো ॥
গাজীপুরঃ বিশ^ব্যাংক ও উন্নয়ন সহযোগী দাতা সংস্থার প্রতিনিধি দল সোমবার বিকালে কাপাসিয়া সফর করেছেন। বিভিন্ন দেশের দাতা সংস্থার ২০ জন প্রতিনিধি উপজেলার হিসাব রক্ষণ অফিস, প্রাথমিক শিক্ষা অফিস পরিদর্শণ করেন।
অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগের আওতাধীন ‘সরকারি ব্যবস্থাপনা শক্তিশালীকরণ কর্মসূচি’ কর্তৃক প্রণীত আইবিএএস’র কার্যকারিতা মাঠ পর্যায়ে পর্যবেক্ষণের জন্য কাপাসিয়া সফরে আসেন। উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা’র নেতৃত্বে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা প্রতিনিধি দলকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রতিনিধি দল হিসাব রক্ষণ অফিসের বেতন ভাতা প্রদানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন। উপজেলা হিসাব রক্ষণ অফিসার সফিকুল ইসলাম তার দফতরের পেনশন, বেতন বিল, নববর্ষ ভাতা প্রদানের কার্যক্রম ব্যাখ্যা করেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কাপাসিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭২৮ জন শিক্ষকের চলতি এপ্রিল মাসের ১ কোটি ৮০ লাখ ৯৭ হাজার ৮০৬ টাকা প্রদানের প্রক্রিয়াটি ডিজিটাল মনিটরে ব্যাখ্যা করে প্রতিনিধি দলকে দেখান। এছাড়া পিইডিপি, কাবিখা, কাবিটাসহ বিভিন্ন অনুদানের টাকা মসজিদ, স্কুল ও সামাজিক কর্মকান্ডে প্রদানের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় ওর্য়াল্ড ব্যাংক, ইইউ, ডিএফআইডি, পিইএমএসপি, সিজিএ এর প্রতিনিধি দলের সদস্যরা হলেন এলপিএসএস ফুরকান আহমেদ সালেম, ব্যবস্থাপনা সমন্বয়কারী রবিন ভান কিপার স্লোইজ, প্রোগ্রাম সমন্বয়কারী নিকেইসা রোসেল, জিএ রিজওয়ানা তাবাস্সুম, কনসালটেন্ট নাসিরা আহ্সান, এফএসএস ওইনস্টোন পারসি ওনিপেড কোল, এসএফএমএস এম রিয়াজ উদ্দিন চৌধুরী, অপারেশন এনালাইসিস রুবাবা আনোয়ার, ফ্রান্সেসকো ইলিসিও, কিশোয়ার আমিন, শিক্ষা প্রতিনিধি নাদিয়া রশিদ, পিএম রাকিবুল ইসলাম, সরকারি উপদেষ্টা লুক মুকুবো, ডিপিএম আফরুজা চৌধুরী মিমি, এপিডি এস এম মঈন উদ্দিন আহমেদ, ডিপিডি আবুল বাসার মোঃ আমির উদ্দিন, আইটি বিশেষজ্ঞ মাহ্ফুজুর রহমান, হিসাব রক্ষণ অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন, মোহাম্মদ মঞ্জুর আলম।
এ সময় অন্যান্যের মাঝে জেলা হিসাব রক্ষণ অফিসার আব্দুল খালেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহবুবুর রহমান, উপজেলা প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ্ সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে সকালে প্রতিনিধি দল গাজীপুর জেলা হিসাব রক্ষণ অফিস, সিভিল সার্জন অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জয়দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।