শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিল পোল্যান্ড

বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে রুখে দিল পোল্যান্ড

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: শক্তির বিচারে যা বলে, তাতে জার্মানির কাছে পাত্তা পাওয়ারই কথা ছিল না পোল্যান্ডের। তা ছাড়া লড়াইটা ছিল তারকাখচিত জার্মানি বনাম রবার্ট লেভানদোস্কির মধ্যে! কেননা পোল্যান্ড দলে তাকেই তো ভালোভাবে চেনে ফুটবলবিশ্ব।

তা সত্ত্বেও বিশ্বচ্যাম্পিয়ন দলটিকে মোটে ছাড় দেয়নি পোলিশরা। ভড়কে যায়নি তারা। উল্টো জার্মানদের নাকানি-চুবানি খাইয়ে দেয়ার উপলক্ষ এনেছিল পোল্যান্ড। ভাগ্যিস, সেটা হয়নি। ম্যাচটিতে কেউ জেতেনি, আবার কেউই হারেনি; শেষ হয়েছে গোলশূন্য (০-০) ড্রয়ে ।

ইউরো চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচটিতে বৃহস্পতিবার পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে জার্মানি ও পোল্যান্ড। শেষ ষোলোর টিকিট পেতে দু’দলকেই অপেক্ষা করতে হচ্ছে নিজেদের পরবর্তী ম্যাচের জন্য।

সাঁ-দেনিতে অনুষ্ঠিত ম্যাচটিতে সূচনাটা রাঙাতে পারত জার্মানি। খেলার চার মিনিটের মাথায় লিড নেয়ার জন্য দারুণ একটি সুযোগ পেয়েছিল তারা। তবে মারিও গোটজের ব্যর্থতায় হতাশায় ডুবতে হয় তাদের। মিনিট দুয়েক ব্যবধানে আরেকটি সুযোগ হাতছাড়া করেন টনি ক্রুস। টমাস মুলারের বাড়িয়ে দেয়া বলটি পোল্যান্ডের জালে জড়াতে পারেননি তিনি। প্রথমার্ধে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা লেভানদোস্কিরা তেমন আক্রমণেই যাননি।

দ্বিতীয়ার্ধে জার্মানদের টেক্কার দেয়ার কাজটাই করেছে পোল্যান্ড। ৫৯ মিনিটে জার্মানির আঁতে ঘা দেয়ার জন্য ছুটে আসেন লেভানদোস্কি। ফাঁকা মাঠ পেয়েও গোলটা আদায় করে নিতে পারেননি পোল্যান্ডের প্রাণভোমরা। ৯ মিনিটের ব্যবধানে পোলিশদের পক্ষে আরেকটি সুযোগ মিস করেন আর্কাদিউস মিলিক। এভাবে দু’দলের খেলোয়াড়রা গোল মিসের মহড়া বসালে ম্যাচটি শেষ পর্যন্ত নিষ্পত্তি হয় নিষ্প্রাণ ড্রয়ে।

অপর ম্যাচে ইউক্রেনকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করেছে উত্তর আয়ারল্যাল্ড।