শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বিলবোর্ড থেকে খুলে নেয়া হলো সরকারের উন্নয়ন ব্যানার

বিলবোর্ড থেকে খুলে নেয়া হলো সরকারের উন্নয়ন ব্যানার

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ বিলবোর্ড থেকে অবশেষে খুলে নেয়া হলো রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে স্থান দখল করে নেয়া মহাজোট সরকারকারের সাড়ে চার বছরের উন্নয়নচিত্রের ব্যানার।

সোমবার রাত ১২টা থেকে ভোড় ৫টা পর্যন্ত চলে এই ব্যানার খুলে ফেলার কাজ।

রাজধানীর বিজয় স্মরণী, আগারগাও, সোনারগাও মোড়ের বিভিন্ন বিলবোর্ড থেকে এসব ব্যানার সরিয়ে ফেলতে দেখা যায়। ব্যানার খুলে ফেলার কাজে নিয়োজিত কর্মীরা জানান, যাদের নির্দেশে ব্যানার লাগানো হয়েছিলম তাদের নির্দেশেই সরিয়ে ফেলা হচ্ছে। এদিকে, ঠিকাদার প্রতিষ্ঠানের এক কর্মকর্তা জানান, ৭২ ঘণ্টার জন্য এসব বিলবোর্ডগুলো ভাড়া নেয়া হয়েছিল। সময় শেষ, তাই ব্যানার খুলে নেয়া হচ্ছে। ঈদের আগে থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের বিলবোর্ডে স্থান করে নেয় মহাজোট সরকারের উন্নয়নকাজের প্রচারণামূলক ব্যানার। পাশাপাশি বিগত সরকারের বিভিন্ন নেতিবাচক কর্মকান্ডও তুলে ধরা হয়। এ নিয়ে রাজনীতির মাঠে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়।