শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বিমানে দেশে ফিরেছেন ৩ হাজারের বেশি হাজি

বিমানে দেশে ফিরেছেন ৩ হাজারের বেশি হাজি

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: ফিরতি হজ ফ্লাইট কার্যক্রমের আওতায় এ পর্যন্ত সাতটি ফ্লাইটে ৩ হাজারের বেশি হাজিকে পরিবহন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিজি-২০১৬ দুপুর সোয়া ২টার দিকে ৪১৯ জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায়।

বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতারের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭টি ফিরতি হজ ফ্লাইট চালানো হয়েছে। এরমধ্যে ৫টি ডেডিকেটেড ও ০৩টি নির্ধারিত ফ্লাইট। সব মিলিয়ে এ পর্যন্ত এসব ফ্লাইটে তিন হাজারের বেশি হাজি দেশে ফিরেছেন।

হজ কার্যক্রম সুষ্ঠু ও ত্বরান্বিত করতে সৌদি আরবের মক্কা ও মদিনায় কর্মরত বিমানের কর্মকর্তা/কর্মচারীদের জেদ্দায় কিং আবদুল আজিজ আর্ন্তজাতিক বিমানবন্দরে দায়িত্বে নিয়োজিত করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চলতি হজ মৌসুমে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ২হাজার ৭৪২ জনসহ মোট ১ লাখ ৭ হাজার ২৯০ হজ্জযাত্রী পবিত্র হজব্রত পালনে সৌদি আরব যান।

এরমধ্যে বিমান ১১৯টি ডেডিকেটেড ও ৩৩টি নির্ধারিতসহ মোট ১৫২টি ফ্লাইটে মোট ৫৪ হাজার ৮৪৫ হজযাত্রী পরিবহন করে।

আগামী ২৮ অক্টোবর বিমানের সর্বশেষ ফিরতি হজ ফ্লাইট পরিচালিত হবে।

এর আগে চলতি বছরের গত ১৬ আগস্ট ‘হজ ফ্লাইট কার্যক্রম-২০১৫’ শুর করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।