শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বিমানবন্দরেও মশার ভোগান্তি, নেই কোনো সতর্কবার্তা

বিমানবন্দরেও মশার ভোগান্তি, নেই কোনো সতর্কবার্তা

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মশার কারণে বাড়ছে ভোগান্তি। নিয়ম অনুযায়ী বিমানবন্দরের চারপাশের ৪’শ গজের মধ্যে কোনো মশা থাকা যাবে না। এ নিয়ে ২ মাস আগে জরিপ করে বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করে স্বাস্থ্য অধিদপ্তর। তবে কোনো সতর্কবার্তা না পাওয়ার দাবি বিমানবন্দর কর্তৃপক্ষের।

পরিস্থিতি জানতে গত নভেম্বরে জরিপ করে স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগ।

স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের জরিপ শেষে প্রতিবেদনে বলা হয়, বিমানবন্দরে প্রতি ঘণ্টায় একজন মানুষকে গড়ে ২০৩ বার মশার কামড় খেতে হচ্ছে। কর্তৃপক্ষের দেয়া ওষুধেও জীবিত থাকছে ৮৬ ভাগ মশা।

ব্যবস্থা নিতে গত ৫ ডিসেম্বর চিঠি দিলেও বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো সাড়া দেয়নি, বলছে স্বাস্থ্য বিভাগ।

এদিকে, স্বাস্থ্য বিভাগের কোনো চিঠি না পাওয়ার দাবি করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

মশার উপদ্রবে গত ২২ ফেব্রুয়ারি মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট রানওয়ে থেকে ফিরিয়ে আনতে হয়। মশা তাড়াতে ফ্লাইট ছাড়তে দেরি হয় ২ ঘণ্টা। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি