শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > বিপদ হবে-ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কোহলিদের হুমকি

বিপদ হবে-ক্যারিবীয় দ্বীপপুঞ্জে কোহলিদের হুমকি

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
সন্ত্রাসবাদের বিস্তার এখন বিশ্বজুড়ে। খেলোয়াড়রাও এর আওতার বাইরে নন। এই তো মাস কয়েক আগে নিউজিল্যান্ডের মতো শান্তিপ্রিয় দেশেও ভয়াবহ এক সন্ত্রাসী হামলা থেকে একটুর জন্য রক্ষা পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা।

খেলোয়াড়দের নিয়ে তাই বাড়তি সতর্কতা থাকে এখন সব ক্রিকেট বোর্ডেরই। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক উড়ো বার্তা এলো-ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হুমকি আছে কোহলির দলের, তারা যেন সাবধানে চলাফেরা করেন।

যদিও পরে জানা যায়, এই হুমকির কোনো ভিত্তি নেই, পুরোটাই ভুয়া। তারপরও সতর্কতা হিসেবে কোহলিদের বাড়তি নিরাপত্তা দেয়া হয়েছে।

এই ঘটনা নিয়ে বিসিসিআইয়ের একজন কর্তা বলেন, ‘এটা ছিল একটা প্রতারণা। সবকিছুই সাজানো ছিল। তবে ভারতীয় দলকে বাড়তি পাইলট দেয়া হয় এবং ভারতীয় হাই কমিশন অ্যান্টিগা সরকারকে পুরো বিষয়টি অবহিত করেছে শুধু আগাম সতর্কতা হিসেবে।’

ক্যারিবীয় সফরে সদ্যই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে ভারত। তার আগে টি-টোয়েন্টি সিরিজেও অংশ নেয় দুই দল। বৃহস্পতিবার থেকে শুরু হবে টেস্ট, তার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলছে টিম ইন্ডিয়া।