শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিনা কারণে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

বিনা কারণে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি-জামায়াত : প্রধানমন্ত্রী

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা কারণে মানুষ পুড়িয়ে মারছে বিএনপি-জামায়াত জোট। তাদের কাছে নিরীহ মানুষের জীবনের কোনো মূল্য নেই।
বৃহস্পতিবার সকালে কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে তিনি একথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, হরতাল-অবরোধে এ পর্যন্ত ১০০-এর কাছাকাছি মানুষ মারা গেছেন। বহু মানুষ পেট্রল বোমায় পুড়ে দগ্ধ হয়েছেন। তারা অকারণে সাধারণ মানুষকে পুড়িয়ে মারছে। যারা পুড়ছেন, যারা মারা যাচ্ছেন, তারা সাধারণ খেটে খাওয়া মানুষ। তাদের জীবনের মূল্য বিএনপির কাছে নেই।
শেখ হাসিনা বলেন, কোনো বাধা ও ষড়যন্ত্র দেশকে দমিয়ে রাখতে পারবে না। সাধারণ মানুষের জানমাল রক্ষা সরকারের দায়িত্ব। আনসার বাহিনীর সদস্যরা অন্যান্য বাহিনীর সঙ্গে তাল মিলিয়ে কাজ করছে। তারা মহাসড়কে মানুষের জানমাল রক্ষায় দায়িত্ব পালন করেছ। নারীর ক্ষমতায়নেও তারা কাজ করেছে।
তিনি বলেন, যখন দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি ঠিক সেই সময় বিএনপি মানুষকে পুড়িয়ে মারছে। সহিংসমূলক কর্মকান্ড চালাচ্ছে।
প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশের ছেলেমেয়েকে শিক্ষিত করতে চাই। বিনা মূল্যে তাদের বই দিচ্ছি। কিন্তু হরতাল-অবরোধের কারণে ছেলেমেয়েরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে না। এসএসসি পরীক্ষা ঠিকমতো দিতে পারছে না। সহিংস কর্মকান্ড দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।