শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শিক্ষাঙ্গন > বিনামূল্যে খাবার পাবে ৬৩ হাজার প্রাথমিক বিদ্যালয়

বিনামূল্যে খাবার পাবে ৬৩ হাজার প্রাথমিক বিদ্যালয়

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
শিশুদের বিদ্যালয়মুখী করতে স্কুল ফিডিং কর্মসূচী হাতে নিয়েছে সরকার। কর্মসূচীর অংশ হিসেবে ৬৩ হাজার প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে খাবার দেয়া হবে। এরইমধ্যে নীতিমালাও চূড়ান্ত হয়েছে। পরিবর্তন আনা হচ্ছে অবকাঠামোগত দিকেও।

প্রাথমিক শিক্ষায় শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে নানা উদ্যোগ নেওয়া সত্বেও ঝড়ে পড়ছে শতকার ১৭ শতাংশ শিক্ষার্থী। তবে গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী প্রাথমিকে ঝরে পড়ার শিশু শিক্ষার্থীর হার ২০ শতাংশেরও বেশি।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংকট কাটিয়ে উঠতে স্কুল ফিডিং কর্মসূচি নিচ্ছে। এ কর্মসূচীদে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুরের খাবার ব্যবস্থা করা হয়েছে। এ উদ্যোগে আশার আলো দেখছেন শিক্ষাবিদেরাও। পাশাপাশি দিচ্ছেন সার্বক্ষণিক নজরদারির পরামর্শ।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৩ হাজার ৬০১টি। আর এতে পড়াশোনা করছেন দুই কোটি ২০ লাখ শিক্ষার্থী।