শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিনামূল্যে উইন্ডোজ ১০

বিনামূল্যে উইন্ডোজ ১০

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: বর্তমানে যারা উইন্ডোজ ৭, ৮ বা ৮.১ ব্যবহার করছেন তারা বিনামূল্যে অপারেটিং সিস্টেমটির পরবর্তী সংস্করণ উইন্ডোজ ১০ এ হালনাগাদ করে নিতে পারবেন। তবে উইন্ডোজের পরবর্তী সংস্করণ প্রকাশের এক বছরের মধ্যেই এই হালনাগাদ করলেই কেবল এই সুবিধা পাওয়া যাবে। বুধবার উইন্ডোজ ১০ এর কনজিউমার প্রিভিউ প্রকাশের অনুষ্ঠানে এ কথা জানিয়েছেন মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম বিভাগের পরিচালক টেরি মিয়ারসন। নতুন সংস্করণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আসছে তা হল, মোবাইল, ট্যাবলেট ও পিসি প্ল্যাটফর্মকে একীভূত করে একটি সর্বজনীন অ্যাপ মার্কেট।
এর আগে গত বছর ১৪ সেপ্টেম্বর উইন্ডোজ ১০ এর টেকনিক্যাল প্রিভিউ প্রকাশ করেছিল মাইক্রোসফট।
এ বছরের শেষ দিকে অপারেটিং সিস্টেমটির পূর্ণাঙ্গ সংস্করণ বাজারে ছাড়া হতে পারে বলে জানাচ্ছে প্রযুক্তি পণ্য সাইটগুলো। সূত্র: টাইমস অব ইন্ডিয়া