শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি কেন অবৈধ নয়?

বিদ্যুৎ-গ্যাসের দাম বৃদ্ধি কেন অবৈধ নয়?

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: ২৭ অক্টোবরের বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং এর চেয়ারম্যাকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

এ বিষয়ে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদারতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. সাইফুল আলম। অপরদেক রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান।

চলতি বছরের ৭ সেপ্টেম্বর ক্যাব এ বিষয়ে রিট আবেদন করে।

উল্লেখ্য, গত ২৭ অগাস্ট বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। পরে এটি ১ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হয়।

গত ২৭ অক্টোবর গ্যাস ও বিদ্রুতের দাম বৃদ্ধির আদেশ পুনঃবিবেচনা চেয়ে ক্যাব বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন বরাবর আবেদন করে। সে আবেদনের সাড়া না পেয়ে ক্যাব এ রিট আবেদন দায়ের করলে শুনানি শেষে আজ আদালত এ আদেশ দেন।