বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বিডিআর বিদ্রোহ রায়ের প্রভাব বাহিনীর ওপর পড়বে না

বিডিআর বিদ্রোহ রায়ের প্রভাব বাহিনীর ওপর পড়বে না

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সম্প্রতি হাইকোর্টের দেওয়া বিডিআর বিদ্রোহের রায়ের কারণে বাহিনীর উপর কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

তিনি বলেন, যে কোনো অপরাধের বিচার হওয়া উচিত। এই ঘটনার বিচারও প্রচলিত আইনে হয়েছে। আমি মনে করি বিচারবিভাগ স্বাধীন। এজন্য বিচার সুষ্ঠু ও সুন্দর হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর) মতিঝিল কৃষি ভবনে সীমান্ত ব্যাংকের ষষ্ঠ শাখার উদ্বোধনী অনুষ্ঠান এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, আদালত থেকে যে সাতটি পর্যবেক্ষণ দেওয়া হয়েছিল সেগুলোর বিষয়েও কাজ করছি। যথাযথভাবে সম্পন্ন করা হবে।