শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বিটিভিতে ১১ মিনিট আগেই মাগরিবের আজান প্রচার, তদন্তের নির্দেশ!

বিটিভিতে ১১ মিনিট আগেই মাগরিবের আজান প্রচার, তদন্তের নির্দেশ!

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ টেলিভিশন বিটিভিতে ১১ মিনিট আগেই মাগরিবের আজান প্রচার নিয়ে সারাদেশে রোজাদারদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

শনিবার মাগরিবের আজানে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন বিটিভির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ঘটনার সত্যতা স্বীকার করে বিটিভির মহাপরিচালক এস এম হারুন-অর-রশীদ সাংবাদিকদের বলেন, ১১ মিনিট নয়, ৭ কিংবা ৮ মিনিট আগে মাগরিবের আজান প্রচার করা হয়েছে। চট্টগ্রামের আজানের সঙ্গে ঢাকার আজানের সময়সূচি গুলিয়ে ফেলা হয়েছিল। যারা ওই সময় দায়িত্বে ছিলেন, ভুলটা আসলে তারাই করেছেন। আমি বিষয়টি জানার পরই অনুষ্ঠান বিভাগকে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছি।
জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী আজ ইফতারের সময় ছিল সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট। কিন্তু বিটিভিতে ৬টা ৩৫ মিনিটেই মাগরিবের আজান প্রচারিত হয়। কিন্তু এ ঘটনায় বিটিভির পক্ষ থেকে এখনো কোনো দুঃখ প্রকাশ হয়নি। বরং ভুল স্বীকার না করেই হামদ ও নাত প্রচার অব্যাহত রাখে। সরকারি এই টিভি চ্যানেল দেখে সারাদেশের রোজাদারদের মধ্যে যারা ইফতার করেছেন তারা বিভ্রান্ত হয়েছেন বলে জানা গেছে।