বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিজয়ের মাস ডিসেম্বর শুরু

বিজয়ের মাস ডিসেম্বর শুরু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আজ ১ ডিসেম্বর। বিজয়ের মাসের শুরু। দীর্ঘ ৯ মাস পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের এ মাসের ১৬ তারিখে বাংলাদেশ শত্রুমুক্ত হয়। ৩০ লাখ শহীদের তাজা রক্তের বিনিময়ে এ মাসেই সূচিত হয় গৌরবের বিজয়। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে নতুন এক সার্বভৌম দেশের জন্ম হয়। এ কারণে ডিসেম্বর মাস বাংলাদেশের ইতিহাসে বিশেষ তাত্পর্যপূর্ণ এক মাস। আজ থেকে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত রাষ্ট্রীয় এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে গৌরবোজ্জ্বল এই বিজয়ের মাসকে উদযাপন করবে। শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের এই দিনে অনেকটাই কোণঠাসা হয়ে পড়ে পাকিস্তানি বাহিনী। একের পর এক প্রবল আক্রমণের মুখে পিছু হটতে থাকে তারা। তবে এ দিন ঢাকার উপকণ্ঠ বুড়িগঙ্গার ওপারে জিঞ্জিরায় নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। নারী ও শিশু মিলিয়ে একসঙ্গে অন্তত ৮৭ জনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ছাড়া ১৯৭১ সালের এই দিনে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী পার্লামেন্টের উচ্চ পরিষদে বক্তৃতা দেওয়ার সময় উপমহাদেশে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ইয়াহিয়া খানের কাছে বাংলাদেশ থেকে পাকিস্তানি সৈন্য প্রত্যাহারের আহ্বান জানান। পয়লা ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের তীব্র আক্রমণে পাকিস্তানি বাহিনী বিভিন্ন এলাকা থেকে পালাতে থাকে। এ দিন মুক্তিবাহিনীর সদস্যরা দেশের বিভিন্ন অঞ্চল শত্রুমুক্ত করেন।