রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > লাইফস্টাইল > বিজয়ের আয়োজন

বিজয়ের আয়োজন

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥ নগরদোলা বিজয়ের মাসে নিয়ে এসেছে লাল-সবুজ রঙের নকশার পোশাক। এসব পোশাকের মধ্যে আছে মেয়েদের সিঙ্গেল কামিজ, কুর্তি, শাড়ি, পাঞ্জাবি, ছেলেদের ফতুয়া, টি-শার্ট এবং ছোটদের কুর্তি ও পাঞ্জাবি। এছাড়া বাড়তি আকর্ষণ হিসেবে থাকছে ৪টি নতুন ডিজাইনের ‘ত্রয়ী’ ও বাচ্চাদের ২টি রেডি শাড়ি। ত্রয়ীগুলো যে কেউ কামিজ, লেগিংস, ওড়না আলাদাভাবে কিনতে পারবে, অথবা সেট হিসেবেও বিক্রয় হবে। দেশি-দশে নগরদোলার বিক্রয় কেন্দ্রের শাখা আছে।

মেঘ

ফ্যাশন হাউস মেঘ বিজয় দিবস উপলক্ষে এনেছে সালোয়ার কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট, হুডি ও শিশুদের পোশাক। মেঘের বিক্রয় কেন্দ্রের শাখা আছে শাহবাগের আজিজ সুপার মার্কেট, ধানমন্ডির মেট্রো শপিং মল ও মিরপুর অরজিনাল ১০ নম্বর।

বাসন্তী

বিজয় দিবস উপলক্ষে ফ্যাশন হাউস বাসন্তী নিয়ে এসেছে বেশকিছু নতুন নকশার সালোয়ার কামিজ, শাড়ি ও ছেলেদের পাঞ্জাবি। অ্যামব্রয়ডারি, কারচুপি, চুমকিসহ বিভিন্ন মাধ্যমে সুতি, সিল্ক, জামদানিসহ তাঁতের কাপড়ে এসব পোশাক তৈরি করা হয়েছে। মোহাম্মদপুরের তাজমহল রোডে বাসন্তীর বিক্রয় কেন্দ্রের শাখা রয়েছে।

লেডি

পতাকার রঙকে প্রাধান্য দিয়ে বিজয় দিবসে সালোয়ার কামিজ এনেছে ফ্যাশন হাউস লেডি। কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটিতে তাদের শাখা রয়েছে।

কুটুমবাড়ি

কুটুমবাড়ি এনেছে চাইনিজ খাবারের নতুন চারটি স্পেশাল প্যাকেজ। এ খাবার পাওয়া যাবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। ঠিকানা : লালমাটিয়া ব্লক-এফ, ঢাকা।

আকাক্সক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড

শীতে চুল পড়ার সমস্যায় আকাক্সক্ষা’স গ্ল্যামার ওয়ার্ল্ড দিচ্ছে বিশেষ অ্যারোমা থেরাপি ট্রিটমেন্ট। ঠিকানা : ডিআইটি রোড, পূর্ব রামপুরা, ঢাকা।

চরকা

বিজয় দিবসকে কেন্দ্র করে লাল-সবুজ রঙের সমন্বয়ে চরকা তৈরি করেছে বিভিন্ন নকশার ফতুয়া, কুর্তা, শাড়ি ও পাঞ্জাবি।

অঞ্জন’স

অঞ্জন’স হাতে লেখা যুদ্ধকালীন সময়কার একাত্তরের চিঠিগুলো দিয়ে শিশু-কিশোরদের উপযোগী পাঞ্জাবি, ফতুয়া, সালোয়ার কামিজ ও মাথার ব্যান্ড এনেছে।

শার্ট গ্যালারি

বড়দিন ও শীতের জন্য শার্ট গ্যালারিতে পাওয়া যাবে আকর্ষণীয় রঙ ও নকশার পোশাক।