শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > বিচারব্যস্থাকে প্রভাবিত করতে সরকার খালেদাকে কারারুদ্ধ করেছে : ফখরুল

বিচারব্যস্থাকে প্রভাবিত করতে সরকার খালেদাকে কারারুদ্ধ করেছে : ফখরুল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
রাজনৈতিক প্রতিহিংসার মাধ্যমে একদলীয় শাসনকে পাকাপোক্ত করার লক্ষ্যে বিচারব্যস্থাকে প্রভাবিত করে গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারারুদ্ধ করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে নয়াপল্টনে লিফলেট বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, নৌকায় ভোট চাওয়ার অধিকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার রয়েছে কিন্তু সরকারি অর্থ খরচ করে নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট চাইছেন। এজন্য তিনি সরকারি সুযোগ সুবিধা ভোগ করছেন আর অন্যদের কোনো সুযোগ দিচ্ছেন না।

ফখরুল আরও বলেন, তার মুক্তির দাবিতে বিএনপি ২০ দলীয় জোট সহ গণতন্ত্রকামি মানুষ শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করছে। তারই অংশ হিসেবে রোববার সারা দেশে লিফলেট বিতরণ কর্মসূচি চলছে। খালেদা জিয়াকে আটক রাখা, বিরোধী দল নিশ্চিহ্ন করা, গণতন্ত্র ধ্বংস করার চক্রান্ত রুখে দেয়ার জন্য আমাদের এ কর্মসূচি। এ কর্মসূচি চলবে কয়েকদিন। আমরা আন্দোলনের মধ্যদিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে আনবো।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে ফখরুলের লিফলেট বিতরণ ছাড়াও স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে উত্তরা আজমপুর বাসস্ট্যান্ডে, মহাখালী টিবি গেইটে ড. মোশাররফ হোসেনের নেতৃত্বে এবং ১১ টায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু মিরপুর ১ নম্বর মুক্তিযোদ্ধা সুপার মার্কেটে লিফলেট বিতরণ করেন।

চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে পল্লবীতে, ড. এ জেড এ জাহিদের নেতৃত্বে মিরপুর কাজী পাড়ায় লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও সারাদেশে চলছে এ কর্মসূচি।

সূত্র : চ্যানেল আই