সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিচারকদের অপসারণ আইনের নীতিগত অনুমোদন

বিচারকদের অপসারণ আইনের নীতিগত অনুমোদন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ তদন্ত ও প্রমাণে তিন সদস্যের একটি স্বাধীন ও নিরপেক্ষ কমিটি গঠনের বিধান রেখে ‘সুপ্রিম কোর্টের বিচারকদের অসদাচরণ ও অসামর্থ্য (তদন্ত) আইন, ২০১৬’র নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার (২৫ এপ্রিল) সকালে সচিবালেয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়।

** বিচারকদের অপসারণ আইনের খসড়া উঠছে মন্ত্রিসভায়