বিনোদন ডেস্ক ॥
ভারতীয় মডেল সনিকা চৌহানের মৃত্যুর ঘটনায় এবার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জামিন অযোগ্য খুনের মামলা দায়ের হয়েছে। পুলিশ বিভিন্ন তথ্য সংগ্রহ করে মঙ্গলবার বিক্রমের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের আলিপুর এসিজেএম আদালতে জামিন অযোগ্য ৩০৪ ধারা প্রয়োগের আর্জি জানায়। এরপর বিচারক সৌগত রায় চৌধুরী তা মঞ্জুর করেন। এর আগে বিক্রমের বিরুদ্ধে জামিন যোগ্য মামলা দায়ের হয়েছিল। ফলে তিনি আগাম জামিনও পেয়ে যান। গত ২৯ এপ্রিল লেকমলের কাছে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় মডেল সনিকা সিংহ চৌহানের। সে দিন চালকের আসনে ছিলেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ওই ঘটনার তথ্য প্রমাণ খতিয়ে দেখে এখন পর্যন্ত পুলিশের মনে হয়েছে এটা নিছক দুর্ঘটনা নয়। সে দিন তাদের গাড়ির গতিবেগ কত ছিল, বিক্রম আদৌ মদ্যপান করেছিলেন কি না এসব প্রশ্নের তদন্ত রিপোর্ট আদালতে জমা দিয়েছে পুলিশ। তার ভিত্তিতেই এই জামিন অযোগ্য ধারা প্রয়োগ করা হয়েছে। এ প্রসঙ্গে সনিকার পরিবারের এক সদস্য সংবাদমাধ্যমকে বলেন, আমরা সব সময় শুধু সত্য ঘটনাটাই জানতে চেয়েছি। এটা সেই লক্ষ্যে পৌঁছনোর একটি পদক্ষেপ।