শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > বিএসটিআই আইনের সব ধারায় সাজা বাড়ল

বিএসটিআই আইনের সব ধারায় সাজা বাড়ল

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশ স্ট্যান্ডার্ড আইনকে (বিএসটিআই) সংশোধন করে শাস্তি বাড়ানো হয়েছে। আইনে অনধিক দুই বছর কারাদণ্ড ও এক লাখ জরিমানার বিধান রাখা হয়েছে। তবে ন্যূনতম জরিমানা পঁচিশ হাজার টাকার নিচে নয়।

এছাড়া লাইসেন্স ছাড়া বিএসটিআইয়ের স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহার, নিবন্ধন না করে ব্যবসা ও পণ্য রপ্তানির ক্ষেত্রে বাজেয়াপ্ত করার বিধান রাখা হয়েছে আইনে। এছাড়া আইনের সবক্ষেত্রেই শাস্তি ও জরিমানা বাড়ানো হয়েছে।

আইনের কোনো ধারায় কাভার না করলে কিন্তু অপরাধ হলে এক লাখ টাকা বা সর্বনিম্ন পচিশ হাজার টাকা জরিমানা করা যাবে। একই অপরাধ দুই বার করলে শাস্তি দ্বিগুণ রাখার বিধান রয়েছে ওই আইনে।

সোমবার (২৮ মে) মন্ত্রিপরিষদের বৈঠক শেষে মন্ত্রি পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

এছাড়া বৈঠকে পাটনীতির খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া সংজ্ঞা চিহ্নিত করা হয়েছে। কৌশলগত অগ্রাধিকার চূড়ান্ত করা হয়েছে। এতে মিশন-ভিশন যুক্ত করা হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে কথা বলেছেন। ভারত সফরকালে তিনি রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলেছেন। এ সংকট সমাধানে তিনি ভারতের সহায়তা চেয়েছেন। সারাবাংলা