রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, নওগাঁ ॥ সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনীর (বিএসএফ) সদস্যদের গুলি ও নির্যাতনে জয়নাল (৩০) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহত জয়নাল সাপাহার উপজেলার দক্ষিণ পাতারী গ্রামের সেহরাব হোসেনের ছেলে।

পাতারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরিকুল ইসলাম বাংলামেইলকে জানান, ভোরে সীমান্ত এলাকায় জয়নালসহ এলাকার কয়েকজন রাখাল গরু আনতে যান। এসময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে জয়নাল আহত হলে তাকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে হত্যা করে বিএসএফ।

এ বিষয়ে ১৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কমান্ডিং অফিসার রফিকুল হাসান জানান, এ ঘটনায় আদাতলা সীমান্তে একটি পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে।

এরআগে গত রোববার কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর শালঝোড় সীমান্তে বিএসএফের নির্যাতনে আব্দুল গনির (৩৬) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আলাউদ্দিন নামে একজন আহত হয়েছেন।

বেসরকারি সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালেই সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে নিহত হয়েছেন ৪৬ জন।