জেলা প্রতিনিধি, কুষ্টিয়া ॥ দৌলতপুর উপজেলায় ব্যবসায়ী ও বিএনপি নেতা মহাসিন আলীর বাড়িতে পরপর দুটি বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
উপজেলার খলিসাকুণ্ডির পাইকপাড়া গ্রামে রোববার রাতে এ ঘটনা ঘটে।
দৌলতপুর উপজেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সার ব্যবসায়ী মহাসিন আলী জানান, গত কয়েক দিন ধরে মোবাইল ফোনে তার কাছে চাঁদা দাবি করে আসছিল সন্ত্রাসীরা। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় রোববার রাত ৩টায় তার বাড়িতে পরপর দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা।
তিনি জানান, এ সময় বাইরে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তাৎক্ষণিক স্থানীয় পুলিশ ক্যাম্পে জানানো হয়েছে।
খলিসাকুণ্ডি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হান্নান বোমা নিক্ষেপের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।