সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিএনপি-জামাতপন্থি শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

বিএনপি-জামাতপন্থি শিক্ষকদের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন চলাকালে কটূক্তিকারী ছাত্রলীগকর্মীর শাস্তির দাবিতে একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি-জামাতপন্থী শিক্ষকরা।

শনিবার দুপুরে মানববন্ধন শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তারা।

বিশ্ববিদ্যালয় সূত্র মতে, দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল, ঢাবিতে শিক্ষকদের উপর হামলা, বিরোধী জোটের নেতাকর্মী ও আইনজীবীদের নির্যাতন এবং সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে শনিবার বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক মানববন্ধন করে বিএনপি-জামাতপন্থি শিক্ষকরা।

কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগেরকর্মী ভিপি হিমেল শিক্ষকদের উদ্দেশে ‘পাকিস্তানে গিয়ে মানববন্ধন কর’ বলে মন্তব্য করেন। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা তাৎক্ষণিকভাবে প্রক্টর অফিসে যান। তারা বিষয়টি প্রথমে প্রক্টর ও পরে উপাচার্যকে জানান। একইসাথে তারা কটূক্তিকারী শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। অন্যথায় তারা একাডেমিক কার্যক্রমে অংশ নেবেন না বলেও জানান।

এদিকে বিএনপি-জামাতের লাগাতার আন্দোলনের বিরুদ্ধে এবার সোচ্চার হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। তারা এই কর্মসূচিকে অগ্রাহ্য করে হরতাল অবরোধেও ক্লাস-পরীক্ষা নিয়মিত করার দাবিতে শনিবার মানববন্ধন করেছে। মানববন্ধন শেষে একই দাবিতে উপাচার্যকে স্মারকলিপিও প্রদান করে তারা।

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, শনিবার সকালে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের সামনে কয়েকশ শিক্ষার্থী বিএনপি-জামাতের অবরোধ ও হরতালবিরোধী ব্যানার, ফেস্টুন হাতে এক মানববন্ধন করে। এসময় তারা হরতাল অবরোধেও নিয়মিতভাবে ক্লাস ও পরীক্ষা নেয়ার দাবি জানায়।

উল্লেখ্য, গত দুই মাস ধরে বিরোধী জোটের নানা কর্মসূচির কারণে কার্যত বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কিছু কিছু বিভাগে পরীক্ষা চললেও প্রায় সব বিভাগ ছিল কার্যত নিষ্প্রাণ। এতে আবারও নতুন করে সেশন জটের কবলে পড়ার শঙ্কা শিক্ষার্থীদের।