শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বিএনপির হাই কমান্ডে নেতৃত্বের ‘সঙ্কট’

বিএনপির হাই কমান্ডে নেতৃত্বের ‘সঙ্কট’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেড় মাসেরও বেশি সময় ধরে দেশের বাইরে অবস্থান করছেন। চেয়ারপারসেনর অবর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কারাগারে থাকার কারণে তিনিও দায়িত্ব পালন করতে ব্যর্থ। এছাড়াও দলের একাধিক প্রভাবশালী নেতার বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া এবং অনেক নেতা কারাগারে থাকায় বিএনপির হাই কামান্ডের এক ধরনের নেতৃত্বের সঙ্কট সৃষ্টি হয়েছে। যার ফলে দুই মাসেরও বেশি সময় ধরে বড় ধরনের কর্মসূচি থেকে বিরত রয়েছে দলটি। এই অবস্থায় বিএনপির সাধারণ ও তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন বিএনপি চালাচ্ছে কে?

তবে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বাংলামেইলকে বলেন, ‘ব্যক্তিগত কারো সিদ্ধান্তে দল চলছে না। তবে স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানের সিদ্ধান্ত অনুযায়ি কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। আর বর্তমান বড় ধরনের কোন কর্মসূচি নেই। তাই আমাদের কোন সমস্যাও হচ্ছে না।’

এ মতের সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও বাংলামেইলকে বলেন, ‘বর্তমান যুগে অনুস্থিত বলে কোন কথা নেই। যখন প্রয়োজন তখনই ম্যাডামের (খালেদা জিয়া) সঙ্গে কথা হচ্ছে। আর খালেদা জিয়ার নির্দেশেই দল পরিচালিত হচ্ছে এবং তিনিই দলের জন্য সকল ধরনের সিদ্ধান্ত ও দিক-নির্দেশেনা দিচ্ছেন।’

একই বিষয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান বাংলামেইলকে বলেন, ‘ম্যাডামের সঙ্গে (বেগম জিয়া) প্রতিনিয়ত আমাদের ফোনে যোগাযোগ হচ্ছে। তিনিই আমাদের সকল কর্মসূচি ও কাজের নির্দেশনা দিচ্ছেন।’

এদিকে খালেদা জিয়া কবে দেশে আসবেন সঠিকভাবে তা জানাতে পারছেন না বিএনপির নেতাকর্মীরা। আর এ কারণে বৃহৎ কর্মসূচি থেকে অনেকটাই দূরে দলটি। তবে ছোট ছোট কিছু কর্মসূচি চললেও সে সব কর্মসূচিতেও দেখা যাচ্ছে না বিএনপির দাপটে থাকা নেতাদের কাউকেই। যারা আচ্ছেন তাদের ভেতরও নেই কোনো সমন্বয়।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেছেন খালেদা জিয়া। বেগম জিয়া লন্ডনে যাওয়ার কিছু দিন পরেই দেশে আসেন মির্জা ফখরুল ইসলা আলমগীর। কিন্তু গত ৩ নভেম্বর হাইকোর্টের নির্দেশ অনুয়ায়ী মির্জা ফখরুল আদালতে আত্মসমর্পণ করলে তার জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠায় আদালত। বর্তমান তিনি কাশিমপুর কারাগারে আছেন।