রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > ‘বিএনপির ভিত্তিটাই গণতন্ত্রের মৌলিক আদর্শের ওপর প্রতিষ্ঠিত’

‘বিএনপির ভিত্তিটাই গণতন্ত্রের মৌলিক আদর্শের ওপর প্রতিষ্ঠিত’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি প্রথম গণতান্ত্রিক রাজনীতির চর্চা শুরু করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দেশে গণতন্ত্র চালু করেছেন।

ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আজকের বাংলাদেশে ‘মুখোমুখি মির্জা ফকরুল’ শীর্ষক সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন, ১০ মে ভিশন ২০৩০ ঘোষণার পরপরই আমরা কাজ শুরু করে দিয়েছি। শিক্ষা বিষয়ে আমরা ইতিমধ্যে একটা সেমিনার করেছি। সেখানে কেমন শিক্ষা ব্যবস্থা হবে সেই বিষয়টি সামনে নিয়ে এসেছি। এটার মাধ্যমে আমরা জ্ঞানভিত্তিক রাজনীতির চর্চা শুরু করেছি। আমরা এ বিষয়ে জোর দিয়ে সেভাবেই কাজ করার চেষ্টা করছি।

তিনি বলেন, বিএনপি অতীত নিয়ে পড়ে নেই। আমরা সামনে গোটা জাতিকে একত্র করে সকল মতের ঐক্যের মাধ্যমে এক সাথে সামনের দিকে এগিয়ে যেতে চাই। যেটা আমাদের ভিশনে বলা আছে। আমরা রেইনবো সমাজ গড়ে তুলতে চাই যেখানে সকল রঙ একসাথে মিলে কাজ করবে। আমাদের ভিশনে প্রথমে গণতন্ত্র নিয়ে যে কথা রয়েছে সেখানে রাষ্ট্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দিতে চাই। আমরা একটা উদার গণতান্ত্রিক সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই। এ বিষয়গুলো এখন স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে সব রাজনৈতিক দলকে একত্রে এগিয়ে এসে কাজ করতে হবে। সবাইকে অতীতের হিংসা, প্রতিহিংসা বাদ দিয়ে শান্তি ও পারস্পরিক সহনশীলতার মধ্য দিয়ে আলোচনা-সমঝোতার মাধ্যমে একটা সামধানে পৌঁছাতে হবে। এটা আমাদের প্রতিজ্ঞা জনগণের কাছে। তাই আমরা সেভাবেই কাজ করতে চাই।

বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় অনেক কাজ করেছে সেটা না বললেই সত্যটা মিথ্যা হয়ে যাবে এমন না। বিএনপিই প্রথম গণতান্ত্রিক রাজনীতির চর্চা শুরু করেছে। তার আগে একদলীয় শাসন ব্যবস্থা ছিলো, রাজনীতিক দল নিষিদ্ধ ছিলো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এদেশে গণতন্ত্র চালু করেন। যেটাকে আমরা বহুমতের গণতন্ত্র বলে থাকি। আমাদের সরকারের আমলেই সংসদীয় ব্যবস্থার সরকার চালু হয়। আমরা অতীতে গণতন্ত্র নিয়ে কাজ করেছি এটাই বাস্তবতা। আমাদের ক্ষমতার পালাবদল হয়েছে অনেকবার। তাও আমরা গণতন্ত্র চালু রাখার ব্যবস্থা করেছি।