জেলা প্রতিনিধি, রংপুর ॥ চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠধাপে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রংপুরের সদর উপজেলার বিএনপি বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানাকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে ভোটগ্রহণ শুরুর আগে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
কোতোয়ালি থানার এসআই আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সদর উপজেলা বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী মাসুদ রানা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। তাকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে ভোরে ভোটগ্রহণ শুরুর আগে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী মাসুদ রানা ভোটারদের টাকা বিতরণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন এলাকাবাসী।