স্টাফ রিপোর্টার ॥ বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দলের মুখপাত্রের দায়িত্ব দেয়া হয়েছে। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে দফতরের দায়িত্বপ্রাপ্ত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ গ্রেফতার হওয়ায় তাকে এ দায়িত্ব দেয়া হয়।
বিএনপি দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শনিবার ভোর রাতে কেন্দ্রীয় কার্যালয়ের তালা ও পাটিশন ভেঙ্গে গোয়েন্দা পুলিশ রিজভীকে গ্রেফতার করে। এসময় ডিবি পুলিশ কার্যালয়ের কম্পিউটার, আসবাব পত্র ভাংচুর করে এবং নানা ডকুমেন্ট কাগজপত্র নিয়ে যায় ও তছনছ করে। ডিবি পুলিশের এ দৃশ্য ধারণ করতে গেলে বেসরকারী কয়েকটি টিভি চ্যানেলের সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়। পুলিশ সাংবাদিকদের ক্যামেরা ছিনিয়ে নেয় ও ভাংচুর করে।
রিজভী আহমেদকে শাহবাগ এলাকায় বাসে আগুন দেয়ার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।