শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > বিএনপির আন্দোলন খুবই যুক্তিসঙ্গত ও ন্যায্য: ডা. জাফরুল্লাহ

বিএনপির আন্দোলন খুবই যুক্তিসঙ্গত ও ন্যায্য: ডা. জাফরুল্লাহ

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাভোগের পর থেকে চলে আসা বিক্ষোভ, মানববন্ধন ও অনশনের মতো কর্মসূচি থেকে বেরিয়ে আসতে চাইছে দলটি। তাই ঈদের পর জনগণের দাবি নিয়ে ইস্যু ভিত্তিক কর্মসূচির কথা ভাবছে দলটি। এ সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্র ট্রাস্টি ডা. জাফরুল্লাহ বলেন, বিএনপির আন্দোলন পদ্ধতি ঠিক আছে। কোনো প্রকার সহিংসতার নেই খুবই যুক্তিসঙ্গত ও ন্যায্য। এই পথেই তাদেরকে থাকতে হবে তবে আরেকটু রাস্তায় বের হতে হবে।

বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল টোয়েন্টিফোর’ সঙ্গে বিএনপির আন্দোলন নিয়ে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন বলেন, বেগম জিয়ার মুক্তির আন্দোলনের সাথে জনগণের দাবির আন্দোলন একত্রিত করতে হবে। একত্রিত করার পরে অগ্রসর হতে হবে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, যখন আপনার অধিকার জোর করে কেউ খর্ব করতে চায় তখন গণতান্ত্রিক মাত্রা কি হবে তার গতি পায়। সহিংস নয় অহিংস কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি এবং অর্থবহ নির্বাচন সম্ভব।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে প্রায় ৪ মাস ধরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন। সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর