শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > বিএনপির আন্দোলনের হুমকিতে ভয় পায় না আ.লীগ : নাসিম

বিএনপির আন্দোলনের হুমকিতে ভয় পায় না আ.লীগ : নাসিম

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপির আন্দোলনের হুমকি-ধমকিতে ভয় পায় না আওয়ামী লীগ। আমরা আন্দোলনে ভয় পাই না। বিএনপি-জামায়াতকে ভয় পাই না। আন্দোলন করে তারা কিছু করতে পারবে না। আমরা চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয়কে ধরে রাখতে, জনগণকে ভোটারবান্ধব তৈরি করতে এবং সেই ইমেজ ধরে রাখতে।’

রোববার (৯ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা পরিষদের সদস্য ও জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসিম বলেন, ‘আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করলে সমুচিত জবাব দেয়া হবে। জ্বালাও-পোড়াও সহিংসতা করলে আইনশৃঙ্খলা বাহিনী বসে থাকবে না। জনগণের জানমাল রক্ষার স্বার্থে যা করার প্রয়োজন তাই করবে।’

ঢাকা সিটি করপোরেশনের নবনির্বাচিত দুই মেয়রের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘আপনারা এখন নির্বাচিত মেয়র। এখন থেকে আপনাদের কাজ শুরু করতে হবে। ঢাকা শহরকে পরিচ্ছন্ন করতে হবে। ঢাকা শহরকে মশামুক্ত করতে হবে। ঢাকা শহরকে সুন্দর শহরে পরিণত করতে হবে।’

তিনি বলেন, ‘ঢাকা দূষিত শহর, কেন শুনব এ কথা? এ কাজ আপনাদের করতে হবে। দয়া করে আপনারা এখন থেকে কাজ শুরু করেন। না হলে জনগণের কাছে আমাদের দেয়া ওয়াদা পূরণ করা কঠিন হবে। যে সব ওয়াদা দেয়া হয়েছে তা পূরণ করতে না পারলে, মানুষ কিন্তু ভালোভাবে গ্রহণ করবে না।’

সুরঞ্জিত সেনগুপ্তের স্মৃতিচারণ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘তিনি ছিলেন মাটি ও মানুষের নেতা। সুরঞ্জিত সেনগুপ্ত ছিলেন মুক্তিযুদ্ধের সম্মুখ সমরের যোদ্ধা, সংগঠক ও স্বাধীন দেশের অন্যতম সংবিধান প্রণেতা। সাহিত্যের রসবোধ আর প্রখর মানবিক মূল্যবোধ, তেজ ও নাটকীয়তায় ভরা বক্তব্য সংসদ থেকে জনসভায় সবখানের মানুষ মুগ্ধ হতেন।’

তিনি বলেন, ‘মাটি আর মানুষের কাছে থেকে রাজনীতি করে সুরঞ্জিত সেন হয়ে উঠেছিলেন সর্বজন শ্রদ্ধেয় এবং আস্থার রাজনৈতিক ব্যক্তিত্ব।’

নাসিম বলেন, ‘বিএনপি-জামায়াত কী করতে পারবে সেটা আমি জানি। আমি বিএনপি জামায়াতকে ভয় পাই না। ভয় পাই, এখন আমাদের এত উন্নয়নের, সফলতার পরও ভোট দিতে ভোটারদের কেন অনীহা হচ্ছে। কেন মানুষ ঘর থেকে বের হয়ে ভোট দিতে যাচ্ছে না? এর জন্য বুদ্ধি করতে হবে। আত্মবুদ্ধি করার সময় এসেছে আমাদের।’

তিনি আরও বলেন, ‘সব শহর গ্রামে আজ অর্থনৈতিক উন্নয়ন জোরদার হয়েছে। আমাদের ভুল নেই, তা বলব না। ভুল ত্রুটি অবশ্যই আছে। সব সরকারের ভুল আছে, আমাদেরও ভুল আছে। কোথায় আমাদের ঘাটতি আছে সেটা দেখতে হবে, না হলে আমাদের জন্য ভবিষ্যৎ ভালো নয়। চক্রান্তকারীরা কিন্তু বসে নেই। তারা আবার চক্রান্ত করছে। যেকোনো সময় ছোবল মারতে পারে। এজন্য আত্মতুষ্টির কোনো সুযোগ নেই।’

সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ‘বিএনপির আইনজীবীদের নিজেদের অন্তঃকোন্দল আর ব্যর্থতার কারণেই বেগম খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না। তারা ৪০১ ধারায় আবেদন না দিয়ে বলছে সরকার কিছুই করছে না। সরকারের তো কিছু করার নেই। সবকিছু আদালতের ওপর।’

সুরঞ্জিত সেনগুপ্তের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এ স্মরণসভার আয়োজন করে। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা ডা. দিলীপ রায় ও অ্যাডভোকেট বলরাম পোদ্দার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।