স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : মাত্র সাত দিনের ব্যবধানে রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার পর নিজেদের প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
অনেকে আবার স্থায়ী পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদনও করেছেন। জবাবে জনবল সংকটের সীমাবদ্ধতা জানিয়ে পুলিশের প থেকে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তায় দেয়া হয়েছে নয়টি পরামর্শ।
পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদনকারীদের চিঠির জবাবে বলা হয়, রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা রায় প্যাট্র্রলিং, চেকপোস্ট, ব্লক রেইড, তল্লাশি অভিযান, দৃশ্যমান ও অদৃশ্যমান পুলিশি ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন দূতাবাস, ঢাকার আন্তর্জাতিক সংস্থার স্থানীয় কার্যালয়, দূতাবাস সংশ্লিষ্ট বিভিন্ন কার্যালয় এবং কূটনীতিকপাড়ার পাশাপাশি ঢাকায় বসবাসকারী বিভিন্ন দেশের কমিউনিটির বাড়তি নিরাপত্তা গ্রহণ, ভিভিআইপি, ভিআইপি, বিচারপতিদের গার্ড প্রদান ইত্যাদির কারণে স্থায়ীভাবে ফোর্স নিয়োজিত করা সম্ভব হচ্ছে না।
তবে এ সময় পুলিশের প থেকে বাড়ি ও প্রতিষ্ঠানের নিরাপত্তায় নয়টি পরামর্শ দেয়া হয়। সেগুলো হলো :
সিসিটিভি : প্রতিষ্ঠান ও স্থাপনার ভেতরের রাস্তা, বাইরের রাস্তা ও বিভিন্ন কৌশলগত এলাকাকে সন্নিবেশিত করে প্রয়োজনীয় সংখ্যক ও উন্নতমানের সিসি ক্যামেরা (রাত্রিকালীন ছবি ধারণমতা সম্পন্ন) স্থায়ীভাবে স্থাপন করা।
মেটাল ডিটেক্টর : প্রতিষ্ঠান ও স্থাপনার প্রবেশপথে হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশির ব্যবস্থা করা।
আর্চওয়ে গেট : মেটাল ডিটেক্টরের পাশাপাশি সম্ভব হলে স্থায়ীভাবে আর্চওয়ে গেট স্থাপন করা।
কাঁটাতারের দেয়াল : বাড়ি বা প্রতিষ্ঠানের চারদিকের দেয়াল উঁচু করা এবং দেয়ালের ওপর সুরতি গ্রিল বা কাঁটাতারের বেড়া দেয়া।
রেজিস্টার্ড খাতা : প্রতিষ্ঠানে একটি করে রেজিস্টার্ড খাতা রাখার ব্যবস্থা করা, যাতে করে দর্শনার্থী প্রবেশের েেত্র দর্শনার্থীর নাম, ঠিকানা ও মোবাইল নম্বর রেজিস্টার্ডে লিপিবদ্ধ করা হয়।
আলোর ব্যবস্থা করা : প্রতিষ্ঠানের চতুর্দিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা।
সার্চ মিরর : যানবাহনে তল্লাশির জন্য ভেহিকেল সার্চ মিররের ব্যবস্থা করা।
লাগেজ স্ক্যানার : প্রতিষ্ঠান বা বাড়ির প্রবেশমুখে প্রয়োজনীয় েেত্র লাগেজ স্ক্যানার স্থাপন করা।
প্রাইভেট সিকিউরিটি : পর্যাপ্ত সংখ্যক প্রাইভেট সিকিউরিটি গার্ড নিয়োগ এবং প্রয়োজনীয় েেত্র এমবডিড গার্ড নিয়োগ করা।
পুলিশি নিরাপত্তা চেয়ে আবেদনের তথ্যটি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান।