শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শীর্ষ খবর > বাস বন্ধ রাখলে রুট পারমিট বাতিল

বাস বন্ধ রাখলে রুট পারমিট বাতিল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: রাজধানীতে অভিযান চলাকালে কোনো পরিবহন মালিক বাস চালানো বন্ধ রাখলে রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান।

সোমবার (১৭ এপ্রিল) দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অব বাংলাদেশের সামনে বিআরটিএ’র অভিযান চলাকালে সাংবাদিকদের একথা জানান তিনি।

বিআরটিএ চেয়ারম্যান বলেন, অভিযান চলছে। যারা আইন মেনে রাস্তায় বাস নামাবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, যারা রাস্তায় বাস নামায়নি তাদের তালিকা করা হচ্ছে। এ সপ্তাহের মধ্যে প্রথমে নোটিশ দেওয়া হবে। এরপরও না মানলে রুট বাতিল করা হবে রুট পারমিট।

রুট পারমিট বাতিল প্রক্রিয়াটি আইনগতভাবে সম্পন্ন হবে জানিয়ে মশিয়ার রহমান বলেন, আমরা প্রতিদিন মাঠে থাকবো। যে মালিক বাস নামাবেন না তার বাসের রুট পারমিট বাতিল হবে।

বাতিল প্রক্রিয়াটি সম্পন্ন করতে এক সপ্তাহের মতো সময় লাগবে বরে জানান তিনি।

সোমবার অভিযানের তথ্য তুলে ধরে তিনি বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার জন্য একজনের জেল ও একটি গাড়ি ডাম্পিং করা হয়েছে। অভিযান চলমান রয়েছে। চলতে থাকবে।

মালিক নেতাদের পক্ষ থেকেও বলা হয়েছে তারা সিটিং ও অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মাসব্যাপী মাঠে থাকবেন। এর মধ্যে নিজেদের মধ্যে বৈঠকও করবেন তারা।