সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২,আহত ৩৫

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২,আহত ৩৫

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, নাটোর ॥ জেলায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখী সংর্ঘষে ২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। আহতদের নাটোর সদর ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ৬টার দিকে নাটোর- রাজশাহী বাইপাসের তেবারিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ, হাসপাতাল ও প্রত্যদর্শী সূত্র জানায়, ভোরে নাটোর শহরের পিটিআই মোড়ের অদূরে ঢাকা থেকে রাজশাহীগামী দোয়েল পরিবহন (গাজীপুর -জ-০৪-০০০৫) যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা (চট্টগ্রাম মেট্রো-ন-৪৫৪৮) একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঢাকাগামী আরেকটি গরুবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪১৩) দুর্ঘটনা কবলিত ওই বাসের সামনে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই ট্রাকের অজ্ঞাত ২ জন নিহত ও উভয় পরিবহনের অন্তত ৩৫ যাত্রী আহত হন।

আহতদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে ১৫জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা বেশির ভাগই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

জানা যায়, আহতরা ওই বাসটি রিজার্ভ নিয়ে ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে ৬ জনের মেডিকেল টিম নিয়ে আমরা আহতদের চিকিৎসা দেয়ার চেষ্টা করছি। আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। লাশ নাটোর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে নাটোর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।