শুক্রবার , ১৫ই নভেম্বর, ২০২৪ , ৩০শে কার্তিক, ১৪৩১ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বাস চালক ও মালিকদের শাস্তির বিধানসহ আইন আসছে

বাস চালক ও মালিকদের শাস্তির বিধানসহ আইন আসছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : বাস চালক ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কঠোর শাস্তির বিধানসহ নতুন আইন করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন।

বৃহস্পতিবার সাড়ে ১১টার দিকে আগারগাঁও বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রের সামনে অভিযান চলাকালীন কয়েকটি বাসে ভাড়ার তালিকায় অসঙ্গতি ও অতিরিক্ত ভাড়া আদায় দেখে তিনি এসব কথা বলেন।

অভিযান অব্যাহত থাকবে জানিয়ে যাত্রীদের উদ্দেশে তিনি বলেন, ‘অতিরিক্তি ভাড়া আদায় করা হলে আপনারা আমাদের জানাবেন।’ এসময় ভ্রাম্যমান আদালতে ১৩টি মামলাও করা হয়েছে।তাৎক্ষণিকভাবে ৩ জনের কারাদণ্ডও দেয়া হয়।

অভিযানে আসা কলামিস্ট আবুল মকসুদ বলেন, ‘গণপরিবহনের সঙ্কট দূর করার জন্য সরকার নিয়ন্ত্রিত (বিআরটিসি) বাসের সংখ্যা বাড়াতে হবে।’

তিনি অভিযোগ করেন, দুর্নীতির কারণে বিআরটিসির নতুন বাস ছাড়া যাচ্ছে না। বিআরটিসি দুর্নীতি দূর করার পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি।