বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > বাসের এক টিকিট তিনবার বিক্রি!

বাসের এক টিকিট তিনবার বিক্রি!

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
ঢাকা: রাজধানীর কল্যাণপুর বাস টার্মিনালে শ্যামলী পরিবহনের বাস কাউন্টার থেকে এক টিকিট তিনবার বিক্রির অভিযোগ করেছেন যাত্রীরা। ফলে ঈদে ঘরমুখো যাত্রীরা চরম বিপাকে পড়ে যান। আর এ নিয়ে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি সামাল দেয় র‌্যাবের টহল দল।

তবে যাত্রীরা হয়রানি ও ভোগান্তি থেকে রক্ষা পাননি বৃহস্পতিবার দুপুর পর্যন্ত। সকাল ১০টার দিকে র‌্যাবের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত টিকিটও মেলেনি সব যাত্রীর।

সকাল সাড়ে ১০টার দিকে কাউন্টারে দাঁড়িয়ে ঝগড়ারত অবস্থায় নাটোরের আব্দুল্লাহ আল বাকির অভিযোগ, তার টিকিটটিও বিক্রি করে দেওয়া হয়েছে।

অভিযোগ করে তিনি আরো বলেন, গাড়ি ছাড়ার সময় ছিল বেলা ১১টায়। সাড়ে ১০টার সময়ও কোনো ব্যবস্থা হয়নি। কখন হবে তার নিশ্চয়তা দিতে পারছেন না কাউন্টারে কর্তব্যরত কর্মকর্তারা। তবে টিকিটের ব্যবস্থা করে দেবেন বলে আশ্বাস দিয়েছেন সুজন সাহা।

সকাল ১০টার দিকে একজন সাংবাদিক সস্ত্রীক রাজশাহীতে যাওয়ার জন্য কল্যাণপুরের শ্যামলী কাউন্টারে পৌঁছেন। গিয়ে দেখেন, তাদের দু’টি টিকিটই বিক্রি হয়ে গেছে। রাজশাহী গিয়ে ঈদ করা হবে কি না তার অনিশ্চয়তার মধ্যে পড়েন তিনি। হতাশ হয়ে অভিযোগ করেন দায়িত্বরত সুজন সাহাকে। অবশেষে তাদের টিকিটের ব্যবস্থা হয়।

একই অভিযোগ করেছেন অর্ধশতাধিক যাত্রী। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘণ্টা আগে কাউন্টারে এসে বসে আছেন তারা। কিন্তু এসে দেখেন, তাদের টিকিট বিক্রি হয়ে গেছে। বাবুল নামের এক কর্মকর্তা তাদের টিকিট বিক্রি করে দিয়েছেন বলেও জানান যাত্রীরা।

এ বিষয়ে শ্যামলী পরিবহনের কল্যাণপুর বাস কাউন্টারে কর্তব্যরত সুজন সাহা বলেন, আগে থেকে টিকিট বিক্রি করছিলেন জালাল। তার অসুস্থতার কারণে টিকিট ডাবল বিক্রি হয়েছে। কারণ হিসেবে তিনি আরো বলেন, জালালের অসুস্থতার কারণে তার টিকিট বিক্রির পুরো হিসেব না নিতে পারায় এ অবস্থা হয়েছে।