বাংলাভূমি ডেস্ক ॥
বালির পর্বত অং আগ্নেয়গিরির কাছাকাছি বসবাসরত বাসিন্দাদের বিপদজনক এলাকা থেকে সরিয়ে নেয়া হচ্ছে। একটি বিবৃতিতে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ জানান, তাদের জোরপূর্বক ওই এলাকা ছাড়তে বাধ্য করা হয়েছে। খবরটি জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
কর্তৃপক্ষ আগ্নেয়গিরির সতর্কতা জারি করার পর থেকে পর্বত অং এর আশেপাশে জড় হয়েছে হাজার হাজার বাসিন্দা ।
কিন্তু কিছু মানুষ এখনও তাদের বসতবাড়ি ছাড়েনি এবং তারা তা ছেড়ে যেতেও ইচ্ছুক নয়। তাদের ধারণা, তারা এখনও নিরাপদ আছে এবং ভবিষ্যতেও কোন সমস্যা হবে না।
দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) এর মুখপাত্র বলেন, যারা নিরাপদ আশ্রয়ে যেতে চাচ্ছে না তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। প্রয়োজনে তাদের এই বিপদজনকে এলাকা খালি করতে বাধ্য করা হবে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এই অঞ্চলে প্রায় এক লাখ বাসিন্দা বসবাস করতো। বর্তমানে দ্বীপটিতে অবশিষ্ট রয়েছে ৪০ হাজার বাসিন্দা আছে ।
সূত্রঃবিবিসি