বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বার্সা পরিদর্শনে ড. ইউনুস

বার্সা পরিদর্শনে ড. ইউনুস

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: বিশ্বফুটবলের অন্যতম সেরা ক্লাব এফসি বার্সেলোনা পরিদর্শন করেছেন শান্তিতে নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস। স্প্যানিশ জায়ান্টদের আমন্ত্রণে ন্যু ক্যাম্পে পা রাখেন বাংলাদেশের কোটি মানুষের গর্ব।

নিজেদের অফিসিয়াল ক্লাব ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করে লা লিগা চ্যাম্পিয়নরা। জানা যায়, মঙ্গলবার (২৬ জানুয়ারি) বার্সেলোনা সোস্যাল বিজনেস সিটি’র উদ্যোগে ওই শহরে যান ড. ইউনুস। তারই অংশ হিসেবে ন্যু ক্যাম্প পরিদর্শন করেন তিনি। উল্লেখ্য, এফসি বার্সেলোনা ফাউন্ডেশন বার্সেলোনা সোস্যাল সিটি উদ্যোগের অন্যতম অংশীদার ছিল।

ন্যু ক্যাম্পে ২০০৬ সালের শান্তিতে নোবেল জয়ীকে স্বাগত জানান বার্সার ভাইস প্রেসিডেন্ট জর্ডি কার্দোনার ও পরিচালক ডিডাক লি। তরুণ মানুষদের নিয়ে কাজের জন্য ড. ইউনুসকে অভিনন্দিত করার পাশাপাশি তাকে সামনে পেয়ে সম্মানিত বোধ করার কথা ব্যক্ত করেন বার্সা ভাইস প্রেসিডেন্ট।

বার্সার একটি জার্সিও উপহার পান ড. ইউনুস। ‘চজঙঋ. ণটঘটঝ’ লেখা জার্সি পরে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমি এখানে আসতে পেরে খুবই উচ্ছ্বসিত। বাংলাদেশে সবাই বার্সা সমর্থক এবং সবাই এ ক্লাব ও ক্লাবের খেলোয়াড়দের বিষয়ে সবকিছু জানে। এই ক্লাবের ওপর মানুষের আবেগপ্রবণতার দিকটি আশ্চর্যজনক।’

তিনি আরও যোগ করেন, ‘ক্রীড়া তাদের জন্য স্বপ্ন, বিশেষ করে তরুণদের জন্য। বার্সা মানুষদের একত্রিত করে এবং এ শক্তি অন্যদের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে। যেমন, তারা (বার্সা) একটি সাধারণ ক্লাবের চেয়েও বেশি কিছু এবং প্রতিনিয়ত অরোধ্য সম্ভাবনা তৈরি করে।’