শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > বারি ও সিমিট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বারি ও সিমিট এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এবং ইন্টারন্যাশনাল মেইজ এন্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টার (সিমিট) এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান মঙ্গলবার রাজধানীর গুলশানে সিমিটের বাংলাদেশ লিঁয়াজো কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বারি’র মহাপরিচালক ড. মো. আব্দুল ওহাব এবং সিমিট এর মহাপরিচালক প্রফেসর ড. মার্টিন ক্রোপ নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের মাধ্যমে উভয় পক্ষ ফসল গবেষণা, উন্নয়ন এবং কৃষিতাত্ত্বিক কার্যক্রমের উন্নতিতে একে অপরকে সহযোগিতা করবে। উভয় পক্ষ তাদের গবেষণা কর্মসূচি এগিয়ে নিতে একে অপরের মধ্যে প্রযুক্তির বিনিময় করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বারি’র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ উইং) ড. মো. মিয়ারুদ্দিন, ফার্ম মেশিনারী এন্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আইয়ুব হোসেন এবং সিমিট এর কান্ট্রি লিঁয়াজো অফিসার ড. ঠাকুর প্রসাদ তেওয়ারী সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।