স্টাফ রিপোর্টার
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) “জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির মাধ্যমে সবজি ফসলের ক্ষতিকর পোকামাকড় ব্যবস্থাপনা” শীর্ষক মাঠ প্রশিক্ষণ কর্মশালা এবং জৈব বালাইনাশক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার কীটতত্ত¡ বিভাগের উদ্যোগে গবেষণা মাঠে অনুষ্ঠিত এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশে শাক-সবজি, ফল ও পান ফসলের পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনায় জৈব বালাইনাশক ভিত্তিক প্রযুক্তির উদ্ভাবন ও সস্প্রসারণ প্রকল্প’ এর অর্থায়নে আয়োজিত এ কর্মসূচীতে বারি’র বিভিন্ন বিভাগ ও কেন্দ্রের বিজ্ঞানী, সম্প্রসারণ কর্মী, বিভিন্ন জৈব বালাইনাশক প্রস্তুতকারী কোম্পানীর প্রতিনিধি এবং কৃষক প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাঠ প্রশিক্ষণ কর্মশালা ও জৈব বালাইনাশক প্রদর্শনীর উদ্বোধন করেন। বারি’র পরিচালক (গবেষণা) ড. মো. তারিকুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (সেবা ও সরবরাহ) ড. মো. কামরুল হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গাজীপুরের উপ-পরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম। বারি’র কীটতত্ত¡ বিভাগের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আখতারুজ্জামান সরকার এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কীটতত্ত¡ বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. নির্মল কুমার দত্ত।
এর আগে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার অন্যান্য অতিথিবৃন্দকে নিয়ে জৈব বালাইনাশক প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন। এই প্রদর্শনীতে ১১টি জৈব বালাইনাশক প্রস্তুতকারী কোম্পানী অংশগ্রহণ করে তাদের বিভিন্ন প্রযুক্তি উপস্থাপন করেন।