শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বাবা-মার হত্যার বিচার দাবিতে ডিআরইউতে মেঘ

বাবা-মার হত্যার বিচার দাবিতে ডিআরইউতে মেঘ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা: সাংবাদিক সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে বৃহস্পতিবার সকালে সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করা হয়। এদিন বাবা-মার হত্যার বিচার দাবিতে ডিআরইউ প্রাঙ্গণে সমাবেশে যোগ দিয়েছে তাদের একমাত্র সন্তান মেঘ। দুপুর সাড়ে ১২টায় সমাবেশস্থলে মামা নওশের আলীর সঙ্গে আসে সে।

বেশ কিছুক্ষণ সমাবেশস্থলে অবস্থান করে পৌনে দুপুর ২টায় বাসায় ফিরে যায় মেঘ।
আগামীকাল শুক্রবার ইন্ধিরা রোডে রুনির মায়ের বাড়িতে এক মিলাদ মাহফিলে সবাইকে আমন্ত্রণ জানান মেঘের মামা নওশের।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, সাগর-রুনির মৃত্যুর পর রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি মেঘের দ্বায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে আজ পর্যন্ত একটি ফোনও মেঘকে দেয়া হয়নি।
ঢাকা রিপোর্টাস ইউনিনিটির সভাপতি জামালউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন- সাধারণ সম্পাদক রাজু আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ।
সমাবেশে প্রায় শতাধিক সাংবাদিক উপস্থিত থেকে বিচারের দাবি তুলেছেন।