রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বাধা নেই তাসকিন-সানির

বাধা নেই তাসকিন-সানির

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥

ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে আপাতত আইসিসির সাময়িক নিষেধাজ্ঞায় রয়েছেন তাসকিন আহমেদ ও আরাফাত সানি। তাদের ওপর এই নিষেধজ্ঞা আন্তর্জাতিক ক্রিকেটে। তাই ঘরোয়া টুর্নামেন্টে খেলতে বাধা নেই তাসকিন-সানির। যে কারণে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে চলা ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) জন্য প্লেয়ার বাই চয়েজের চূড়ান্ত তালিকায় এই দুই ক্রিকেটারকে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবারের প্রিমিয়ার লিগে মোট আটটি গ্রেড রয়েছে। আরাফাত সানি রয়েছেন তালিকায় ‘এ প্লাস’ গ্রেডে। পেসার তাসকিন আহমেদ অবস্থান ‘এ’ গ্রেডে। ইতোমধ্যে প্লেয়ার বাই চয়েসের জন্য ক্রিকেটারদের পারিশ্রমিকও নির্ধারিত হয়েছে। সে হিসেবে ‘এ’ প্লাস গ্রেডে থাকা সানির পারিশ্রমিক ২৫ লাখ টাকা। আর এ’ গ্রেডে থাকা তাসকিন পাবেন ২০ লাখ টাকা।

উল্লেখ্য, এবারের প্রিমিয়ার লিগে ক্রিকেটাররা তাদের পারিশ্রমিক পাবেন তিনটি ধাপে। দল পাওয়ার পর ৩০ শতাংশ, সুপার লিগের আগে ৪০ শতাংশ এবং বাকি ৩০ শতাংশ তাদের পকেটে জমা পড়বে লিগ শেষ হওয়ার পর।