শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > বাগেরহাটে ৭ মার্চ পালিত

বাগেরহাটে ৭ মার্চ পালিত

শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।
এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য বঙ্গবন্ধুর দৌহিত্র শেখ সারহান নাসের তন্ময়। বক্তৃতা করেন পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ম সাধারণ সস্পাদক সরদার ফকরুল আলম সাহেব, বাগেরহাট পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বসিরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু বীর মুক্তিযোদ্ধা শেখ শওকত হোসেন প্রমুখ।
জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অন্যান্য কর্মসুচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিতৃতিতে পুষ্পমাল্য প্রদান, চিত্রাঙ্কন প্রতিযোগীতা, চলচ্চিত্র, আলোকচিত্র ও বঙ্গবন্ধুকে নিয়ে ডকুমেন্টরী প্রদর্শনী। এ ছাড়া মোংলা বন্দরসহ জেলার সকল উপজেলা এবং শিক্ষা প্রতিষ্ঠানে এ দিবসটি পালিত হয়েছে।