শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > বাগেরহাটে কোডেকের অবহিতকরণ সভা

বাগেরহাটে কোডেকের অবহিতকরণ সভা

শেয়ার করুন

বাগেরহাট প্রতিনিধি:
“কংক্রিট ব্লক ব্যাবহার করি, পরিবেশ বান্ধব আবাস গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে কোডেকের যোনাল অফিসের ব্যবস্থাপনায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট শহরতলীর দরিতালুকস্থ প্রশিক্ষন কেন্দ্রে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর জেলা সমন্বয়কারী সৈয়দ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এ অবহিতকরণ সভায় কংক্রিট ব্যবহারের সুফল সম্পর্কে আমন্ত্রিতদের ধারণাদেন বাগেরহাট এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফতে আজম খান, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আরেফিন বাদল। এ সভায় আলোচনায় অংশ গ্রহণ করেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোছাব্বেরুল ইসলাম, সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) এর সমন¦য়কারী লোকমান হোসেন, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু প্রমুখ।
এ সভায় জানানো হয়, কংক্রিটের মাধ্যমে আবাসন নির্মাণ করলে তা হবে পরিবেশ বান্ধব, সাশ্রয়ী, সহজে স্থাপন যোগ্য, তাপপ্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, দ্রুত নির্মাণ যোগ্য। আবাসন নির্মাণ সামগ্রী প্রস্তুতকারী ও বিক্রেতাদের মধ্য থেকে প্রায় ৩০জন প্রতিনিধি এ সভায় উপস্থিত ছিলেন। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগীতায় এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।