রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > খেলা > বাংলাদেশ সিরিজের জন্য ফেরানো হচ্ছে সরফরাজকে!

বাংলাদেশ সিরিজের জন্য ফেরানো হচ্ছে সরফরাজকে!

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
২০১৯ সালটা পাকিস্তান ক্রিকেটের জন্য মোটেই সুখকর ছিল না। তার চেয়েও খারাপ ছিল সরফরাজ আহমেদের জন্য। শুধু ব্যাটিং আর ফিটনেস নিয়ে সংগ্রাম নয়, দলকে উজ্জীবিত করতে না পারায় নেতৃত্বও হারাতে হয় উইকেটরক্ষক এই ব্যাটসম্যানকে।

বছরের শুরুটা হয়েছিল দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজ হেরে। তারপর অস্ট্রেলিয়া আর ইংল্যান্ডের কাছে ৫-০ আর ৪-০ ব্যবধানে বিধ্বস্ত হয় পাকিস্তান। সেই ধাক্কা কাটিয়ে ওঠতে পারেনি বিশ্বকাপেও, গ্রুপপর্ব থেকে বিদায় নেয় সরফরাজের দল।

পরে ঘরের মাঠে শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে হারালেও অধিনায়কত্ব ধরে রাখতে পারেননি সরফরাজ। তিন ফরমেট থেকেই তাকে সরিয়ে দেয়া হয়। বাদ পড়েন দল থেকেও।

অবশেষে বোধ হয় নতুন বছরটা সুখবর নিয়ে আসছে সরফরাজের জন্য। পাকিস্তানের সাবেক অধিনায়ক আবারও ডাক পেতে পারেন দলে এবং সেটা জানুযারিতে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেই।

সরফরাজের বদলে টি-টোয়েন্টিতে যিনি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে সুযোগ পেয়েছিলেন, সেই রিজওয়ান খানের পারফরম্যান্সেও খুশি নন নির্বাচকরা। তাই পুরনো মুখকে আবারও ফেরাতে চাইছেন তারা। পাকিস্তানের ক্রীড়া সাংবাদিক আরফা ফিরোজের এক টুইটে ইঙ্গিত পাওয়া গেল সরফরাজের ফেরার বিষয়ে।
ফিরোজ সেই টুইটে লিখেছেন, ‘২০২০ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে উইকেটরক্ষক হিসেবে সম্ভবত দলে ফিরছেন সরফরাজ। কেননা মোহাম্মদ রিজওয়ান টি-টোয়েন্টিতে তেমন ভালো করতে পারেননি। ম্যানেজম্যান্ট তাই সাবেক অধিনায়কের কথা ভাবছে। লাহোরের এনসিএ’তে ৬, ৭ জানুযারি ফিটনেস টেস্টের জন্য ডাকা হয়েছে সরফরাজকে। আর ৫ জানুয়ারি একসঙ্গে হবে দল।’