শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বাংলাদেশ সফরে ভারতীয় দলের নেতৃত্বে রোহিত শর্মা

বাংলাদেশ সফরে ভারতীয় দলের নেতৃত্বে রোহিত শর্মা

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
রোহিত শর্মা

জুনে বাংলাদেশ সফরে আসছে ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিপক্ষে তিনটি একদিনের ম্যাচ খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ সফরে বিশ্রামে থাকবেন দলটির নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও টপ অর্ডার ব্যাটসম্যান বিরাট কোহলি।
ধোনির অনুপস্থিতিতে বাংলাদেশ সফরে দলকে নেতৃত্ব দেবেন ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান রোহিত শর্মা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ মুম্বাই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
বিসিসিআই বুধবার বাংলাদেশ সফরের জন্য ভারতীয় দল ঘোষণা করতে পারে। তখনই রোহিত শর্মার নাম চূড়ান্ত হবে।
বাংলাদেশ সফরে ভারতীয় দলে নতুন মুখ দেখা যেতে পারে। ধোনির পরিবর্তে কেরেলার উইকেট রক্ষক ব্যাটসম্যান সানজু স্যামসনের অভিষেক হতে পারে। এছাড়া কলকাতার ছেলে ঋৃদ্বিমান সাহারও স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে।
তবে আইপিলের সর্বোচ্চ রান সংগ্রাহক রবিন উথাপ্পা আবারো দলে জায়গা করে নিতে পারেন। বিশ্রামে থাকা বিরাট কোহলির পরিবর্তে দলে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে কেকেআরের এই উইকেট রক্ষক ব্যাটসম্যানের।
টাইমস অব ইন্ডিয়া