শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > বাংলাদেশ রিপাবলিকান পার্টির মহান স্বাধীনতা দিবস পালন

বাংলাদেশ রিপাবলিকান পার্টির মহান স্বাধীনতা দিবস পালন

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি)’র গাজীপুর মহানগর পার্টি অফিসে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস পালিত হয়।
গতকাল শনিবার দলের স্থায়ী কমিটির সদস্য মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্টির চেয়ারম্যান উপাধ্যক্ষ ডাঃ এ.কে.এম ফজলুল হক।
আলোচনায় অংশগ্রহণ করেন সিনিয়র ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান হিরা, বীর মুক্তিযোদ্ধা হারুন অর-রশিদ, এ্যাড. আবদুল্লাহ আল জাকির সুমন, মোঃ হারুন কিবরিয়া, মোঃ সেলিম, মোঃ রাজু, প্রিন্সিপাল শহীদ উদ্দিন, মোঃ রেজাউর রহমান, সজিব আহম্মেদ, ডাঃ মকবুল হোসেন, মোঃ আবু জাফর প্রমুখ।
বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) এর চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযোদ্ধাদের আত্মদান কারী ৩০ লাখ শহীদ ও ২ লাখ নির্যাতীত মা বোনদের সম্ভ্রম ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করছি। স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আব্দুল হামিদ খান ভাষানীসহ জাতীয় নেতাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। প্রধান অতিথি আরো বলেন, বাংলাদেশ রিপাবলিকান পার্টি মুক্তিযুদ্ধের চেতনা, গণতন্ত্র, ন্যায় নীতি ও সুশাসন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার কাজ করে যাচ্ছে। জনগণের জন্য শিক্ষা, স্বাস্থ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান নিশ্চিত করা আমাদের লক্ষ্য। তিনি সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।