শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ট্রাভেল এলার্ট জারি

বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের ট্রাভেল এলার্ট জারি

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বাংলাদেশের চলমান রাজনৈতিক সহিংসতায় যুক্তরাষ্ট্র তার দেশের নাগরিকদের বাংলাদেশে অবস্থান ও ভ্রমণের ক্ষেত্রে ‘ট্রাভেল এলার্ট’ জারি করেছে। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত এ এলার্ট বহাল থাকবে। দেশটির পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এই সতর্কতা জারি করে।

‘ট্রাভেল এলার্ট’ এ বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে সচেতন থাকা, পরিচয়পত্র সঙ্গে রাখতে বলা হয়েছে।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের সতর্ক বার্তায় বলা হয়, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের কোনো ব্যক্তি বা স্থাপনায় হামলা না হলেও চলমান সংঘাতে যে কোনো সময় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর নাগরিকরা ঝুঁকির মধ্যে পড়তে পারেন ।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে বলেও নাগরিকদের জানিয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতির সর্বশেষ সতর্ক বার্তা জানতে নিয়মিত ঢাকায় দূতাবাসের ওয়েবসাইটে চোখ রাখতেও নাগরিকদের আহবান জানানো হয়েছে।