স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে গাজীপুর জেলা প্রশাসককে গাজীপুরের নদ-নদী, খাল, দীঘি, জলাশয় রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্মারক লিপি প্রদান ও সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আজ বিকাল ৪টায় জেলা প্রশাসন কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সংগঠনের গাজীপুর মহানগর শাখার ৬৩ সদস্য বিশিষ্ট কমিটির প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সংগঠনের সভাপতি মোঃ সানাউল্লাহ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি এ্যাড. মোঃ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আহসান উল্লাহ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মোঃ মোক্তাদীর হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক এ্যাড. শিউলী সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে সাতটি দাবী দাওয়া স্মারক লিপিটি পাঠ করেন ডাঃ বোরহান উদ্দিন অরণ্য।