রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বাংলাদেশে হলুদ সতর্কতা জারি করেছে হংকং

বাংলাদেশে হলুদ সতর্কতা জারি করেছে হংকং

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে হলুদ সতর্কতা জারি করেছে হংকং। এতে বলা হয়, বাংলাদেশে বিক্ষোভ এবং হামলার আশংকা রয়েছে। যারা বাংলাদেশ সফর করতে চান কিংবা বাংলাদেশ সফরে আছেন, তাদের পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত। শনিবার হংকং সতর্কবার্তা আপডেট করেছে। সতর্কবার্তা মোতাবেক, হংকংয়ের নাগরিকদের চলাফেরায় সতর্কতা অবলম্বন করা উচিত বলে মন্তব্য করে এই বার্তায় জনসমাগমের স্থান পরিহারের পরামর্শ দেয়া হয়। অস্থির নিরাপত্তা পরিস্থিতির কারণে কোনো প্রয়োজন না থাকলে পার্বত্য চট্টগ্রাম সফর না করার পরামর্শ দেয়া হয়েছে। হংকং তাদের নাগরিকদের তিন ধরনের সতর্কবার্তা দিয়ে থাকে। এই তিন সতর্কবার্তা হল- কালো, লাল এবং হলুদ। কোনো দেশে মারাÍক হুমকি থাকলে সেখানে কালো সতর্কবার্তা দেয়া হয়। হংকংয়ের এই কালো তালিকায় একমাত্র দেশ সিরিয়া। ফলে দেশটিতে সব ধরনের ভ্রমণ পরিহারের পরামর্শ দেয়া হয়েছে।
যথেষ্ট হুমকি আছে এমন দেশগুলোকে লাল সতর্কবার্তার তালিকায় রাখে হংকং। লাল তালিকার দেশগুলোতে সফর পরিকল্পনা পুনর্বিন্যাস ও অপ্রয়োজনীয় সফর পরিহারের পরামর্শ দেয়া হয়। হংকংয়ের লাল তালিকার দেশগুলো হলÑ মিসর, লেবানন, নেপাল ও পাকিস্তান। হুমকির লক্ষণ আছে এমন দেশগুলোকে হলুদ তালিকাভুক্ত করে হংকং। এই তালিকায় বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, মিয়ানমার, দক্ষিণ আফ্রিকার, থাইল্যান্ডসহ ১৭টি দেশ অর্ন্তভুক্ত রয়েছে।