বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অতীতের যে কোন সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য অনেক ভাল পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) উপ ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নাওইউকি শিনোহারা।
বুধবার প্রধানমন্ত্রীর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতকালে আইএমএফ কর্মকর্তা এ মন্তব্য করেন।
বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান।
প্রেসসচিব জানান, দারিদ্র্য দূরীকরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) অর্থায়নের প্রকল্প বাস্তবায়নে সরকারের সফলতার প্রশংসা করে নাওইউকি শিনোহারা বলেন, বাংলাদেশে আইএমএফ-এর অর্থায়নে প্রকল্প বাস্তবায়নে সফলতায় আমরা সন্তুষ্ট। এর ফলে আইএমএফ বাংলাদেশে ঋণ প্রদানের ক্ষেত্রে শর্ত শিথিল করেছে।
বাংলাদেশে উন্নয়নের সূচকগুলো উর্ধ্বমুখী এবং ভালো অবস্থায় রয়েছে বলে প্রশংসা করেন তিনি।
ব্যাংকিং খাতের আরও নিবিড় পর্যবেক্ষনের উপর গূরুত্বারোপ করেন আইএমএফ’র এ কর্মকর্তা।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতার জন্য আইএমএফ’কে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে আইএমএফ এর আরও আর্থিক সহায়তা চান।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, সরকার জনগণের কল্যানের লক্ষ্যে কাজ করছে এবং প্রয়োজনীয় সবকিছু করবে।
তিনি বলেন, সুষম ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে তাঁর সরকার শুধু দেশের শহর এলাকায়ই নয়, গ্রামাঞ্চলেও উন্নয়ন কাজ করছে। এক্ষেত্রে সরকার ইতিমধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে এবং দারিদ্র বিমোচন সহ অন্যান্য সূচকগুলোতে সাফল্য লাভ করেছে।
বৈঠককালে আরো উপস্থিত ছিলেন, এ্যাম্বাসেডর-এ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান শিকদার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ এবং অর্থ সচিব ফজলে কবির প্রমূখ।