বাংলাভূমি ডেস্ক ॥
বাংলাদেশে বিদ্যুৎ ঘাটতি মেটাতে ভারত থেকে বিদ্যুৎ আমদানি করতে চাইছে বাংলাদেশ। বিভিন্ন বিদ্যুৎ সংস্থাকে প্রতিযোগিতায় দামের হারে হারিয়ে দিয়ে স্বল্প ও দীর্ঘ মেয়াদি বিদ্যুৎ সরবরাহের বরাদ্দ দিলো দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)।
ডিভিসির এক বার্তায় জানানো হয়েছে, ২০১৮ সালের জুন মাস থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত টানা ১৯ মাস স্বল্প মেয়াদি ডিভিসি বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করবে।
এরপর দীর্ঘ মেয়াদি বিদ্যুৎ সরবরাহ শুরু হবে ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০৩৩ সালের মে মাস পর্যন্ত টানা ১২ বছর।
পূর্ব ভারতের অন্যতম বড় বিদ্যুৎ সংস্থা ডিভিসি-র মোট উৎপাদন ক্ষমতা হল ৭,২৩৭ মেগাওয়াট। দুই সরবরাহের ক্ষেত্রেই রপ্তানি হবে সর্বোচ্চ ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ । বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী সরবরাহের হার উঠবে বা নামবে এমনি জানিয়েছেন ডিভিসি কর্মকর্তারা। সূত্র: ভয়েস অব আমেরিকা