বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > বাংলাদেশে একটি নষ্ট নির্বাচন

বাংলাদেশে একটি নষ্ট নির্বাচন

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ নতুন বছর ২০১৪ সালকে বলা হচ্ছে ব্যালটের বছর। ব্যালট বক্সের বছর। কারণ, এ বছরই বিশ্বের মোট জনসংখ্যার শতকরা ৪২ ভাগ জনপ্রতিনিধি নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে বাংলাদেশ একটি। এ নির্বাচন এরই মধ্যে শেষ হয়েছে। এ বছর এ পর্যন্ত সবচেয়ে রক্তপাত, বিরোধীদের বর্জন ও একটি নষ্ট নির্বাচন ছিল এটি। গতকাল যুক্তরাজ্যের প্রভাবশালী ম্যাগাজিন ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

‘এ বিগ ইয়ার ফর ইলেকশন ওয়ার্ল্ডওয়াইড’ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয়, এ বছর বিশ্বের কমপক্ষে ৪০টি দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এ বছরই প্রথম বারের মতো নির্বাচন হতে যাচ্ছে কোন কোন দেশে। তার মধ্যে ফিজি অন্যতম। তুরস্কে প্রথমবার সরাসরি নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ২০০৯ সালের পর প্রথমবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন হতে যাচ্ছে। অনেকগুলো দেশের নির্বাচনে ব্যাপক প্রতিক্রিয়া হবে।

এমন দেশের মধ্যে আছে ভারত, ইন্দোনেশিয়া, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, দক্ষিণ আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলো। স্থানীয় নির্বাচন নিয়ে অনেক দেশে উত্তেজনা দেখা দিতে পারে। গত বছর যেসব দেশে এ নিয়ে উত্তেজনা অব্যাহত ছিল তার মধ্যে রয়েছে গ্রিস ও তুরস্ক। কানাডার টরন্টোতে মেয়র নির্বাচনের সিদ্ধান্ত হবে অক্টোবরে। স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোট হবে এ বছরেই। ক্যাটালোনিয়াতেও এমন নির্বাচন হতে পারে। তবে এ বছরের এখন পর্যন্ত সবচেয়ে রক্তপাত ও বর্জনের মধ্যে ৫ই জানুয়ারিতে নষ্ট নির্বাচন হয়েছে বাংলাদেশে